Who is the face of this familiar woman? IEDCR এর পরিচালক।

Who is the face of this familiar woman? IEDCR এর পরিচালক।


বিশ্বব্যাপী করোনার মহামারী যখন ছড়িয়ে পড়ছে। এই সময়ে বাংলাদেশ করোনার আতংকে ও গুজবে জর্জরিত। এইসব আতংক, গুজব রোধে জনগণের সামনে বাংলাদেশের মিডিয়ার সামনে সবার পরিচিত মুখ হলেন তিনি। প্রতিদিন তিনি জনগণের মাঝে আত্মবিশ্বাসী , সচেতনতা ও সুরক্ষা নিশ্চিত করার জন্য কথা বলে যাচ্ছেন। 
এখন পর্যন্ত তিনি IEDCR এর বর্তমান পরিচালক (ডাঃ মীরজাদী সেব্রিনা ফ্লোরা)


আপনি করোনায় আক্রান্ত কিনা বুঝেনিন তিন লক্ষনের মাধ্যমে এবং করনীয়


ডাঃ মীরজাদী সম্পর্কে কিছু তথ্য জেনে নিই-
>>ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৮৩ সালে এমবিবিএস পাশ করেন। 
>>পরবর্তীতে মহামারী ও জনস্বাস্থ্য রোগ নিয়ন্ত্রণ বিষয়ে নিপসম থেকে মাস্টার্স (এমপি এইচ) সম্পন্ন করেন। 
>>এরপর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। 
>>২০১৬ সাল থেকে বাংলাদেশে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক হিসেবে কাজ করছেন।


চীনের মত কৌশল ব্যবহার করলে করোনা ভাইরাসকে জয় করা যাবে? Corona strategy like China?


>>এইখানে যোগ দেওয়ার পর বিভিন্ন রোগের প্রভাব এবং মহামারী সৃষ্টিকারী ভাইরাস প্রতিরোধে গবেষণা করেন। 
>>ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব দ্য ন্যাশনাল পাবলিক হেলথ ইনস্টিটিউটের বর্তমানে সহ-সভাপতি হিসেবে ও দায়িত্ব পালন করছেন। 
>>উনার ৭১ টির ও বেশি গবেষণা ইন্সটিটিউট রয়েছে বাংলাদেশে রোগতত্ত্ব ও মহামারী বিষয়ে। 
>>বাংলাদেশ মেডিকেল রিচার্জ কাউন্সিলে সহঃ পরিচালক হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন।



বিশ্বজুড়ে প্রায় ৩৫ টি প্রতিষ্ঠান ২০ রকম করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে এগিয়ে আছে কারা?

 
>>২০১৭ সালে বাংলাদেশের চিকুনগুনিয়া প্রতিরোধে কাজ করে তার দল।
>> বিভিন্ন দূর্যোগে বিশেষজ্ঞ চিকিৎসকের এমন কর্মকান্ড এই প্রথম নয়। জিকা ভাইরাস, চিকুনগুনিয়া বেশ কিছু দূর্যোগে দেশবাসীর কাছে রাষ্ট্রের বার্তা তুলে ধরেছেন তিনি।


নিজেকে, দেশকে, পরিবারকে ঝুঁকিতে না ফেলে হোম কোয়ারেন্টিনে সুস্থ থাকার চাবিকাঠি staying healthy at home quarantine



The global coronary epidemic is spreading. At this time, Bangladesh is overwhelmed by the terror and rumors of the coroner. He is the familiar face of the Bangladeshi media in front of the people to prevent these fears and rumors. Every day he is speaking out to ensure confidence, awareness and protection among the people.
So far he is the current Director of the IEDCR (Dr. Mirzadi Sabrina Flora).

Here is some information about Dr. Mirzadi -
>> He passed MBBS in Dhaka from Dhaka Medical College.

>> Later he completed his Masters (MPH) from Nipsum on the control of epidemics and public health diseases.

>> He then earned a PhD degree in the same subject from the University of Cambridge.

>> He has been the Director of the Institute of Pathology, Disease Control and Research in Bangladesh since 27 years.

>> After joining here, he studied the effects of various diseases and the prevention of pandemic viruses.

>> He is currently the Vice President of the International Association of National Public Health Institutions.

>> He has more than 3 research institutes on pathology and epidemiology in Bangladesh.

>> He served as co-director of the Bangladesh Medical Recharge Council for three years.

>> His team worked to prevent Chikungunya in Bangladesh.

>> This is not the first time that such a physician specializes in various disasters. Zika virus, Chikungunya He has conveyed the message of the state to the countrymen in several disasters.

সাথে থাকুন

Post a Comment

0 Comments