"শিয়াল রহ্মক,নাকি ভহ্মক"!

"শিয়াল রহ্মক,নাকি ভহ্মক"!

"শিয়াল রহ্মক,নাকি ভহ্মক"!

একদিন বনে একটি কুমির পরিবার শিয়ালের বাসা বাড়া নিল।কুমিরের পরিবারে মা-বাবা,তিন মেয়ে পাঁচজন সদস্য ছিল। বাবা গাড়ি চালাত,মা পোশাক শিল্পে কাজ করত।শিয়াল মামা একদিন সেই সুযোগের সৎ ব্যবহার করল বাচ্চা কুৃমির এর সাথে।
কুমির বাচ্চার সাথে অপকর্মে সে ধরা খেয়ে গেল।ঘটনার ধামা চাপা দিতে সে বাঘ মহাশয়,সিংহ স্যারের সহায়তা নিল।
ওনারা যেহেতু বনের প্রভাবশালী তাই ওনারা কুমিরের বাচ্চার স্বাভাবিক মৃত্যু বলে এড়িয়ে গেল।এই মর্মান্তিক ঘটনার পরে বনের মাথা কালো চারটি বলদ এবং গরু সংগঠনগুলো করে চুপ করে রইল। এই অবস্থা সহ্য করতে না পেরে বনের আরো কুমির,শিয়াল,খরগোশ,অন্য একটি সিংহ স্যার সবাই সংগঠিত হতে চাইল।
কিন্তু অন্যান্য শিয়ালরা আসবে বলে ও আসল না।কারণ,ওদের জাত ভাই শিয়াল'তারা চাই না শিয়াল থেকে আসা সুযোগ-সুবিধা বন্ধ হয়ে যাক।
এরপরে যারা আসল তাদের থেকে ও আরো সংখ্যায় কমে গেল।আর এইদিকে বনের অন্যান্য পশু পাখিরা নীরবে তারা মজা নিচ্ছিল এবং তারা হয়তো চায় তাদের সাথে ও একি ঘটনা ঘটুক।
যারা থেকে গেল তারা চায় না তাদের পরিবার এর সাথে ভবিষ্যতে এইরকম ঘটনা ঘটুক।
তাই কুমিরগণ,দুই একটা শিয়াল,সিংহ স্যার এবং অন্যান্য পশু-পাখি মিলে বিচার এর জন্য অগ্রসর হল।
ঘটনার সত্যতা জানতে কুমিরের মা-বাবার কাছে গেলে তারা বিচার এর জন্য সাহায্য চাইল।
এই উদ্দেশ্য পশু পাখি বৃন্দ মিলিত হয়ে বনের সুশীল সমাজের ভূমিকা রেখে অগ্রসর হতে লাগল।
এর কয়েকদিন পর বনে দেখা গেল গলায় ক্যামেরা জুলানো সাদা কবুতর।ঘটনার সত্য প্রকাশে তারা এগিয়ে চলল।
আগামীতে কোন অপরাধ বনে ঘঠলে এই পশু পাখির দলটি আবারো নেতৃত্ব দিয়ে যাবে অঙ্গিকারবদ্ব হলো।
 
লিখা- রিগ্যান বৈদ্য(Regun Boidya)