চীনের মত কৌশল ব্যবহার করলে করোনা ভাইরাসকে জয় করা যাবে? Corona strategy like China?

চীনের মত কৌশল ব্যবহার করলে করোনা ভাইরাসকে জয় করা যাবে? Corona strategy like China?

বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করেন করোনা ভাইরাস প্রতিরোধে চীন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এখন প্রশ্ন চলে আসছে চীনের এই কৌশল পৃথিবীর অন্য দেশে প্রয়োগ করা যায় কিনা। গত বছরের ২০১৯ সালে ডিসেম্বর মাসে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এর পরিস্থিতি প্রথমে চীনে বিদ্যমান থাকে পরবর্তীতে অন্য দেশে এর প্রভাব এখন ও ছড়িয়ে পড়ছে। তবে চীনে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেটি অনেকাংশে কমে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসুস চীনের এমন সফলতাকে বিশ্বের জন্য নিরাপদ পদহ্মেপ হিসেবে গন্য করেছেন।


আপনি করোনায় আক্রান্ত কিনা বুঝেনিন তিন লক্ষনের মাধ্যমে এবং করনীয়

চীন প্রথম পদক্ষেপ গ্রহণ করে অবরুদ্ধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা। 
দ্বিতীয় পদহ্মেপ মাস্ক পরিধান। 
তৃতীয় পদক্ষেপ ছিল ণণ কোয়ারেন্টিন প্রভৃতি।

যেভাবে বিষয়গুলো সংঘবদ্ধভাবে কঠোর ভাবে পালন করল।
অবরোধ ও নিয়ন্ত্রণ
চীনের পাঁচ কোটি মানুষকে গণ আইসোলেশনে পাঠানো হয়। গত জানুয়ারি মাসে এই প্রক্রিয়া চীনের উহান শহরে কার্যকর করা হয়।



বিশ্বজুড়ে প্রায় ৩৫ টি প্রতিষ্ঠান ২০ রকম করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে এগিয়ে আছে কারা?


গণ সংহতি
হুবেই প্রদেশে চিকিৎসা সেবা প্রদান করেন প্রায় ৪২ হাজার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। এই সময় ৩০০ স্বাস্থ্যকর্মী এই রোগের সংক্রমণ হয় এবং ১৩ জন মৃত্যু বরণ করেন।

মাস্ক ও সতর্কতা
বিপুলসংখ্যক জনগণের কাছে যাতে ভাইরাসটি ছড়িয়ে না পড়ে মাস্ক ব্যবহারের উপর কঠোর ব্যবস্থা প্রয়োগ করা হয়। চীন প্রতিদিন ১৬ লাখ মাস্ক উৎপাদন করেছিল। মানুষের পদচারণায় ব্যস্ত জায়গা, স্কুল, কলেজ, ভ্রমনে উপর সমস্ত গণ-জমায়েত নিষিদ্ধ করেছিলো চীন।
এছাড়া বিভিন্ন শহর, জায়গা লকডাউন করে রাখা হয়। বেশি ঝুঁকিপূর্ণ এলাকা সমূহকে সবুজ, হলুদ এবং লাল চিহ্নের মাধ্যমে চিহ্নিত করা হয়।


নিজেকে, দেশকে, পরিবারকে ঝুঁকিতে না ফেলে হোম কোয়ারেন্টিনে সুস্থ থাকার চাবিকাঠি staying healthy at home quarantine

পরিশেষে বলা যায় আগামী দিনগুলোতে এই সব পদক্ষেপ নিয়ে ভাইরাস সংক্রমণ ঠেকানো সম্ভব হবে। তবে পুরোপুরি শেষ হতে কত সময় লাগবে বিশ্ব তাকিয়ে আছে।
The World Health Organization believes that China has set a unique precedent for the Corona virus. Now the question is whether the Chinese strategy can be applied to other countries of the world. In December last year, the virus spread from Wuhan city in Hubei province, China. Its situation first exists in China, and in other countries, its influence is now spreading. However, the situation in China has been greatly reduced. World Health Organization head Teardrops Adham Gabrieves described China's success as a safe haven for the world.

China took the first step, blocking and controlling the system.
Wear a mask was
the second step.
The third step was credit quarantine.

The way things were organized was strictly observed.
Block and control
Five million people in China are sent to Mass Isolation. The process was implemented in January in Wuhan, China.

Mass solidarity
About 42,000 doctors and health workers provide medical care in Hubei province. During this time, 300 health workers became infected and 5 died.

Masks and alerts
Strict measures have been applied to the use of masks to prevent the spread of the virus to large numbers of people. China manufactures about 1 million masks daily. China banned all public gatherings on places of travel, schools, colleges, and places of people's walks.
Besides, various cities, places are locked down. High-risk areas are marked with green, yellow and red marks.
Finally, in the coming days, it will be possible to prevent virus infection by taking these steps. But the world remains to be seen how long it will take to finish. 
সাথে থাকুন

Post a Comment

0 Comments