নিজেকে, দেশকে, পরিবারকে ঝুঁকিতে না ফেলে হোম কোয়ারেন্টিনে সুস্থ থাকার চাবিকাঠি I staying healthy at home quarantine

নিজেকে, দেশকে, পরিবারকে ঝুঁকিতে না ফেলে হোম কোয়ারেন্টিনে সুস্থ থাকার চাবিকাঠি I staying healthy at home quarantine

কেউ জানে না করোনা ভাইরাসের পরিস্থিতি কখন থামবে। বিশ্বের পরিস্থিতি করোনা ভাইরাসের সংক্রমণে দিন দিন বেড়েই চলেছে। বিশ্বের সব কয়টি দেশে এ ভাইরাস মোকাবেলা করার জন্য লকডাউন করেছে দেশের সরকার ব্যবস্থা। 

হোম কোয়ারেন্টিন কী?
একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নিজ বাড়িতে থেকে নিজ ইচ্ছায় একটি সুনির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলা। ঝুঁকিপূর্ণ ব্যক্তি  সম্পূর্ণ আলাদা থাকা।
কারা হোম কোয়ারেন্টিনে থাকবেন?
যেসব যাত্রী আক্রান্ত দেশ থেকে এসেছেন এবং যেসব ব্যক্তিরা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন তাদের অবশ্যই ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করতে হবে।

কতদিন কোয়ারেন্টিনে থাকতে হবে?
সাধারণত বলা হয় ১৪ দিনের মেয়াদে কোয়ারেন্টিনে থাকতে হবে। পরবর্তীতে রোগের উপর নির্ভর করে মেয়াদ বাড়তে বা কমতে পারে।

কোয়ারেন্টিনে কখন শেষ হবে?
একজন থেকে অন্যজন  ১৪ দিন আলাদা থাকার পর  চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোয়ারেন্টিন শেষ হয়ে থাকে।

কোয়ারেন্টিনে এর নীতিমালা
মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
সামাজিক মর্যাদা, কর্মস্থলে চাকরির নিরাপত্তা, প্রিয়জন ও পরিচর্যাকারীদের সঙ্গে যোগাযোগের পর্যাপ্ত সুযোগ থাকতে হবে।

করোনা ভাইরাসের জন্য হোম কোয়ারেন্টিনে থাকার নিয়ম

প্রথমত বাড়ির সকল সদস্যদের থেকে আলাদা থাকুন।
আলাদা টয়লেট, ওয়াশরুম ব্যবহার করতে হবে।
সর্দি, কাশি, বমি আসলে সঙ্গে সঙ্গে মাস্ক খুলে ফেলতে হবে এবং নতুন মাস্ক ব্যবহার করতে হবে।
ব্যবহৃত মাস্ক নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে।
বাড়ির মধ্যে সবার সাথে অবস্থান করলে নূন্যতম ১ মিটারদূরত্ব বজায় রাখতে হবে। 
আলো-বাতাস এর সুব্যবস্থা থাকতে হবে।
সম্পূর্ণ আলাদা থাকতে হবে এবং আলাদা বিছানা ব্যবহার করতে হবে।
সাবান ও পানি দিয়ে অন্তত 20 সেকেন্ড হাত ধুতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
হাত ধোয়ার পর টিস্যু দিয়ে হাত মুছে ফেলতে হবে যাতে ভিজা ভাব না থাকে।
অপরিষ্কার হাতে মুখে, চোখে, নাকে হাত দেওয়া যাবে না।
হাঁচি বা কাশি পেলে টিস্যু পেপার, মাস্ক দিয়ে মুখ ও নাক ডাকা এবং পরবর্তীতে নিয়ম মেনে হাত পরিষ্কার করুন।

পরিবারের সদস্যদের জন্য নির্দেশাবলী
গ্লাভস পরার আগে ও পরে অবশ্যই হাত পরিষ্কার করে নিতে হবে।
হাত নোংরা মনে হলে পরিষ্কার করতে হবে।
খালি হাতে কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির ঘরের কোন কিছুর স্পর্শ করা যাবে না।
কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির সংস্পর্শে এলে হাত পরিষ্কার করে নিতে হবে সাবান-পানি দিয়ে।প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে।
কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির ব্যবহৃত আবর্জনা সমূহ ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলুন এবং আবর্জনা সমূহ আগুনে পুড়িয়ে ফেলতে হবে।
ঘরের মেঝের আসবাবপত্র ও বাথরুম প্রতিদিন একবার পরিষ্কার করতে হবে পরিষ্কারের সময় 2 টেবিল চামচ ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে স্থানসমূহ মুছে ফেলতে হবে।
কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির কাপড় বিছানার চাদর তোয়ালে সাবান বা কাপড় কাচার সাবান দিয়ে পরিষ্কার করে কড়া রোদে শুকিয়ে নিতে হবে।
কোয়ারেন্টিনে থাকা ব্যক্তির জ্বর সর্দি কাশি গলাব্যথা ইত্যাদি উপসর্গ দেখা দিলে তবে দ্রুত আইইডিসিআরের সাথে যোগাযোগ করতে হবে।

পরিশেষে সংক্রমণ থেকে বাঁচতে হলে দেশের সব নাগরিকদের কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
No one knows when the virus will stop. The situation in the world is increasing day by day with the transmission of corona virus. Many countries around the world have locked down the government system to deal with the virus.

What is home quarantine?
Adhere to a specific hygiene from one's own home up to a certain period of time. The person at risk is completely different.

Who will be in the home quarantine?
Passengers who are from the affected country and those who come in contact with the affected person must observe the quarantine for 3 days.

How long do you have to stay in Quarantine?
It is usually said to stay in quarantine for a period of 3 days. The duration may later increase or decrease depending on the disease.

When will the quarantine end?
Quarantine is finished as per doctor's advice after being separated from one person to another for 5 days.

Quarantine Principles
Basic needs will be to provide food, clothing, housing, treatment.
There should be adequate social status, job security at work, adequate communication with loved ones and carers.

The rules for staying in the home quarantine for the Corona virus

First, keep yourself separate from all members of the household.

Separate toilet, washroom must be used.

Colds, coughs, vomiting should be removed immediately and new mask used.

The masks used should be thrown in a certain place.

If you stay in the house, you should maintain a minimum distance of 5 meters.

Light and air must be well-organized.

Must be completely separate and use a separate bed.

Wash hands with soap and water for at least 20 seconds and use hand sanitizer.

After washing hands, wipes should be wiped with tissue so that it does not get wet.

Impure hands, eyes, and nose can not be given.

If you have cough or cough, call your face and nose with tissue paper, mask, and then clean your hands according to the rules.

Instructions for family members
Before and after wearing gloves, you must clean your hands.

If the hand feels dirty, you need to clean it.

Nothing can be touched by a person's room in Quarantine with empty hands.

When approached by a quarantine person, you should clean your hands with soap-water. Hand sanitizer should be used when needed.

Put the garbage in the quarantine used by the person in the quarantine and the garbage should be burned.

The floor and furniture of the house need to be cleaned once daily. 2 tablespoons bleaching powder mixed with water should be removed during cleaning.

In quarantine, the person's clothes should be cleaned with bed linen towel soap or cloth soap and dried in a strong sun.

If a quarantine person has symptoms such as fever, cold cough, sore throat, etc., he should contact the IEDCR immediately.

Finally, all citizens of the country are advised to stay in the quarantine to avoid infection.

Post a Comment

0 Comments