বিশ্বজুড়ে প্রায় ৩৫ টি প্রতিষ্ঠান ২০ রকম করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে এগিয়ে আছে কারা?

বিশ্বজুড়ে প্রায় ৩৫ টি প্রতিষ্ঠান ২০ রকম করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে এগিয়ে আছে কারা?

শুরু হয়ে গিয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির যুদ্ধ।
গত ডিসেম্বরের চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে মহামারি করোনাভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ক্রমেই বেড়ে চলছে মৃত ও আক্রান্তের সংখ্যা। এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর কোনো প্রতিষেধক ও ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি।



আপনি করোনায় আক্রান্ত কিনা বুঝেনিন তিন লক্ষনের মাধ্যমে এবং করনীয়

করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে ৩৫ টি প্রতিষ্ঠান কাজ করছে। শুধুমাত্র একটি প্রতিষ্ঠান মানুষের উপর পরীক্ষামূলক প্রয়োগ করেছে। এর মধ্যে আরো তিনটি প্রতিষ্ঠান পরীক্ষামূলক প্রয়োগ চালাচ্ছে। চারটি প্রতিষ্ঠান প্রাণির উপর পরীক্ষা চালিয়ে ছিল বর্তমানে মানুষের উপর পরীক্ষা চালাবে বলে জানা গিয়েছে। 
ভ্যাকসিন তৈরিতে কোন কোন প্রতিষ্ঠান এগিয়ে আছে? সেগুলো হলো-

মর্ডানা:
আগামী মাস থেকে পরীক্ষামূলক করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান মর্ডানা। মর্ডানা প্রথম মানব শরীরের এম আর এন এ-১২৭৩ নামের ভ্যাকসিনটি  করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োগ করেন। আরো জানা যায় আগামী ৪২ দিনের মধ্যে ৪৫ জন স্বাস্থ্যবান প্রাপ্ত বয়স্কদের শরীরে এই ভ্যাকসিন পরীক্ষা চালাবে।


চীনের মত কৌশল ব্যবহার করলে করোনা ভাইরাসকে জয় করা যাবে? Corona strategy like China?


ক্যানসিনো বায়োলজিকস:
গত সপ্তাহে চীনের প্রতিষ্ঠান ক্যানসিনো বায়োলজিকস মেডিকেল সায়েন্সের গবেষকদের করোনা ভাইরাসের ভ্যাকসিন পরীক্ষা চালানোর অনুমতি দিয়েছে সরকার। উহানের ১০৮ জন স্বাস্থ্যবান স্বেচ্ছাসেবীর ওপর এ পরীক্ষা চালাবে।

মিগাল:
ইসরাইলের এ প্রতিষ্ঠান করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন তৈরির অগ্রগতি অর্জন করেছে বলে দাবি করেন। মিগাল গ্যালিলি রিসার্চ ইনস্টিটিউট মুরগির সংক্রামক ব্রঙ্কাইটিস ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন তৈরি করে। করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনটি মানুষের মুখে খাওয়ার উপযোগী করে পরীক্ষা করা হবে আগামী আট থেকে দশ সপ্তাহের মধ্যে।

ইনোভিও ফার্মাসিউটিক্যালস:
করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন আইএনও-৪৮০০ টির গতি বাড়াতে ৫০ লাখ ডলারের তহবিল দিয়েছে বিল এন্ড মেন্ডিলা গেটস। আগামী মাসেই ক্লিনিকাল ট্রায়াল দিতে পারবেন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান।

কিউরভ্যাক:
আগামী জুনে করোনা ভাইরাসের ভ্যাকসিন ক্লিনিকাল ট্রায়াল দিতে যাচ্ছে জার্মানি এই প্রতিষ্ঠান। এমআরএন ভিত্তিক প্ল্যাটফর্মের কাজকে গতিশীল করতে ৮০ মিলিয়ন ইউরোর আর্থিক সহায়তা করবে বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন।

বায়োএনটেক:
জার্মান এর আরো একটি প্রতিষ্ঠান বায়োএনটেক এবং আমেরিকান ওষুধ কোম্পানি পিফিজার সাথে যৌথভাবে কাজ করবে জানা যায়। ২০১৮ সালে ফ্লু ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে এক হয়েছিল। এখন কোভিড-১৯ এর করোনা ভাইরাসের ভ্যাকসিন বিএনটি ১৬২-এর ট্রায়াল দিতে আবার এক জোট হয়েছে।


নিজেকে, দেশকে, পরিবারকে ঝুঁকিতে না ফেলে হোম কোয়ারেন্টিনে সুস্থ থাকার চাবিকাঠি I staying healthy at home quarantine


সর্বশেষে বলা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে ১৮ মাস পর্যন্ত লেগে যেতে পারে।
The battle for vaccination against the Corona virus has begun.

The epidemic coronavirus spread worldwide from Wuhan city in Hubei Province, China last December. The number of dead and injured is increasing. So far no anti-vaccine and vaccine has been discovered by the World Health Organization (WHO).
Six organizations are working to make the Coronavirus vaccine. Only one institution has applied experiments on people. Of these, three more are running experimental applications. Four organizations that were conducting experiments on animals are currently being tested on humans.
Which organizations are ahead in vaccine production? They are:

Mordana:
US research firm Mordana says the experimental coronavirus vaccine will be applied from next month. Mordana was the first human body to use the mRNA-120 vaccine to prevent the Coronavirus. It is also learned that in the next 12 days, the vaccine will be administered to 5 healthy adults.

Casino Biologics:
Last week, the government allowed researchers from the Chinese Institute of Cancino Biologics Medical Science to run the Coronavirus vaccine. It will run on 5 healthy volunteers.

Miguel:
The Israeli organization claims to have made progress in vaccinating the Coronavirus. Miguel Galilei Research Institute develops vaccines to prevent infectious bronchitis virus in chickens. In the next eight to ten weeks, the vaccine will be tested to prevent the coronary virus from being eaten by humans.

Innovation Pharmaceuticals:
Bill and Mandela Gates have funded $ 1 million to speed up vaccine INO-1 to prevent the coronary virus. The US agency said it will allow clinical trials next month.

Qurvac:
Germany is set to give a clinical trial of the Coronavirus vaccine next June. The European Commission said it would financially support 3 million euros to accelerate the work of the MRN-based platform.

Biotech:
It is reported that another German company, Biotech and the American pharmaceutical company Pfizer will work together. The flu virus was united in the making of the vaccine in 20 years. Now, Covid-1's Coronavirus vaccine is back again to give BNT12 a trial.

Lastly, the World Health Organization says it can take up to six months for the Coronavirus to be vaccinated.
সাথে থাকুন

Post a Comment

0 Comments