সুহাসিনী কবিতা

সুহাসিনী কবিতা


সুহাসিনী




সুহাসিনী
আজকাল তোমার প্রয়োজনীয়তা প্রচন্ড ভাবাচ্ছে আমায়।
ভেবো না।
আবার শুধু প্রয়োজন তোমায়।

কয়েকদিন খেয়াল করলাম।
সূর্য দেবতার তার মৃদু ছোঁয়াতে ও ঘুম ভাঙ্গছে না আমার।
কে জানে!
এই দেহ,এই ঘুম ভাঙ্গাতে কিসের উষ্ণ স্পর্শের প্রতীক্ষায়।

সেদিন আরতো বেশি দূরে নয়।
দাঁড়িয়ে থাকবে চায়ের কাপ নিয়ে।
এক চামচ চুমুক খেয়ে বলবে দেখোতো চিনি ঠিকমত হয়েছে কিনা।
আর আমি হাসব এই ভেবে।
তুমি ভুলেই গেলে চিনি ছাড়া চা দিতে ডায়াবেটিস নামক ব্যাধির কথা।

অপরাধী মুখ নিয়ে আবার যাবে আর ও এক কাপ চায়ের জন্য।
এইদিকে আবার ও ঘুমে গ্রাস করবে আমায়।
দেখে বলবে তুমি এই ওঠ!
এনেছি তোমার চিনি ছাড়া গরম চা।
আর আমি তখন ঘুমের রাজ্যে বায়নায় মগ্ন।
রেগে গিয়ে বলবে ঢালব নাকি মাথার উপর গরম জল!
আর আমি বলব

এখনো যে ভোর কিশোরী।
সূর্য উদয় হতে অনেক দেরী।
ভেঙ্গে দিও না স্বপ্নের প্রহর।
লিখা- রিগ্যান বৈদ্য(Regun Boidya)