ম্যামের প্রতি ভালোবাসা

ম্যামের প্রতি ভালোবাসা

কেউ জানেনা এমন উত্তর কেউ হয়তো কোরাতে পাবলিকলি জানাবেনা।আপনি বরং আকর্ষণীয় ঘটনা জানতে পারেন।
আমরা যখন অনার্স সেকেন্ড ইয়ারে তখন বনলতা(রূপক নাম) নামে রূপবতী এক ম্যাম খন্ডকালের জন্য ক্যাম্পাসে আসেন।তিনি আমাদের ৪ বছরের সিনিয়র ছিলেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৪ বার প্রথম হওয়ায় আর আমাদের এখানে মাস্টার্স করার সুবাদে তিনি ৩ বছর এখানে থেকে পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে যান।
রীতিমত কেউ কেউ তার জন্য কবিতা লিখতেন।তার ক্লাসের সময় ক্লাসের অমনোযোগী ছাত্রটাকেও বড্ড মনোযোগী দেখাতো। তিনি বোঝানোর সময় স্বাভাবিকত কেউ পলক ফেলতো না।মেনে নিতেই হবে তিনি উপরওয়ালার সৃষ্ট চোখ ধাঁধানো জীব।কে ম্যামকে কতো বেশী ভালোবাসেন এটা যেন ক্লাসের ফ্যাশনে পরিণত হয়ে গিয়েছিলো।ফটো:ধরুন এটা বনলতার কল্পিত কোনো ছবি।তার সম্মানার্থে তার নিজের ছবি প্রকাশ করলাম না…

দুর্ভাগ্য আমিসহ গুটিকতেক হতভাগার যাদেরকে বারবার প্রশ্ন করে হিমশিম খাইয়ে দেবার জন্য আর পিছন থেকে হো হো করে হেসে বিরক্ত করবার জন্য প্রথম ক্লাসেই ম্যাম বের করে দেন ।যদিও এই বখাটেপনা আমরা সকল নতুন ক্লাসেই করে থাকি।ম্যাডাম ঠিক আমাদের মেনশন করে রেখেছিলেন বলির পাঠা করার জন্য।পরের ক্লাসে জাস্ট কাশি দেবার মতো প্রাকৃতিক বিষয়েও বাইরে বের করে দেন।ব্যাপারটা তখন চিন্তায় পরিণত হয়।অবিকল তৃতীয় ক্লাসেও অংক করতে দিয়ে কেবল আমাদের খাতাই চেক করেন এবং বের করে দেন।
তারপরের ক্লাস টেস্টে তিনি কেবল আমাদেরকেই গার্ড দেন এবং সে পরীক্ষায় আমরা কেউই ৪/৫ (out of 20)এর বেশী পাইনি ।সামনে ফাইনাল পরীক্ষা থাকায় বিষয়টা আমাদেরকে ভাবিয়ে তোলে-যদি কোনো পরীক্ষায় ম্যাম গার্ড দেন তবে কি হবে!!

মানিব্যাগ আমার এখন চামড়ার ব্যাগ

ইতিমধ্যে বেসিক(ছদ্মনাম) নামক এক বন্ধুর মারফতে জানতে পারি ম্যামের সাব্বির নামক তারই এক ব্যাচমেট যিনি জাহাঙ্গীরনগরের ম্যাথের টিচার যার সাথে দীর্ঘদিন প্রণয় থাকার পর ব্রেকআপ হয়ে গেছে এবং সাব্বির স্যার সদ্য বিয়ে করে ছুটি থেকে এসেছেন। এই ব্যাপারটি পরদিন ক্লাসের টক অব দ্যা ডে।এখন ম্যাম জাস্ট আমাদের দেখতে পারেন না, দয়াপরীক্ষার দিন পনেরো আগে ,চায়ের আড্ডায় জয় ধর নামের এক চাটগাঁইয়া বন্ধু বিড়ি খেতে খেতে একটা ইফেক্টিভ আইডিয়া বের করে।
আমরা যদি ম্যাডামের জন্য একটা যোগ্য পাত্রের সন্ধান করি আর তা তাকে জানাই তাহলে আমাদের সাথে তার একটা সুসম্পর্ক সৃষ্টি হতে পারে।
আইডিয়াটা আমাদের পাঁচজনের ভালো লাগলেও বিড়ালের গলায় ঘন্টা কে বাধবে এখানে একটা কিন্তু থেকে গেলো যেহেতু আমাদের হাতে কোনো পাত্র নেই এবং ব্যাপারটা পুরোপুরি মিথ্যের উপর ভিত্তি করে করা হচ্ছে।প্রয়োজনের তাগিদে আমাদের ভিতরে তিনজনকে রেডি করা হলো এবং বাকি দুজন সহায়ক ভুমিকা পালনে রাজী হলো।সেই পদক্ষেপ ছিলো নিন্মরূপ:——
একদিন দুপুরে লাঞ্চের পর ম্যাডামকে একা পেয়ে আমরা দুজন রুমে ঢুকি আর একজন দরজায়।বাকি দুজন বারান্দায়।

"শিয়াল রহ্মক,নাকি ভহ্মক"!

ম্যাম:কি খবর? কি চাই?
আমি: ম্যাম একটু আর্জেন্ট কথা ছিলো।ম্যাম:(অন্যদিকে তাকিয়ে)বলে ফেলো।
জয়:ম্যাম আমাদের এক বড়ভাই বিয়ের জন্য মেয়ে খুঁজছে ।একটা ম্যাচিউর বউ চায় আর আমরা আপনার ছবি তাকে পাঠিয়েছি।
ম্যাম:(একটু আগ্রহ নিয়ে)কি বলো এসব!কি করে ছেলে?
আমি :মেরিন ইঞ্জিনিয়ার ম্যাম।এসএসসি ২০০২ এর ব্যাচ।
ম্যাম:তোমরা কি করে বুঝলে সে আমায় পছন্দ করবে?
জয়: ম্যাম আপনি যে ধরনের সুইট,যা কিউট তাতে কারো চোখ ফিরবেনা বিশ্বাস।
ম্যাম:(লাজুক চোখে)আল্লাহ! কি যে বলো তোমরা। (চেয়ার দুলিয়ে মশকারি ভঙ্গিমায়)মেরিনতো আমার তেমন পছন্দ না তবুও——।বাসা থেকেও ছেলে দেখছে ,,,বুঝলা!!!
কিন্তু ম্যাডামের পছন্দ না বলার ভিতরে ছিলো হাজারো আগ্রহের প্রকাশ তা আমরা ধরে ফেলেছিলাম।
আমরা:আচ্ছা ম্যাম, ভাইয়াকে বলে জানাবো।কথা না বাড়িয়ে বের হয়ে আসি।ভাগ্যবশত আমাদের হাতে কোনো পাত্র ছিলোনা। ম্যাম দেখা করতে চাইলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো।
আমাদের উদ্দেশ্য ছিলো ইয়ার ফাইনালে তার সহানুভূতি যা তিনি সর্বাত্মক চেষ্টা করেছেন।আমরাও রাজার হালে পরীক্ষা দিয়েছি।আমরা জানতাম আমরা নিজে থেকে না বললে, লজ্জা ভেঙে ম্যাম কখনোই আমাদেরকে তার বিয়ের ব্যাপারে বলতে পারবেনা।
পরীক্ষার হলে আমাদের সাথে ম্যামের শখ্যতা ছিলো চোখে পড়ার মতো।বাকী সবাই অবাক হতো।সেবছর আমাদের সিজিপিএ ছিলো কুরবানির গরুর মতো রমরমা।
আমরা পুনরায় বিয়ের কথা বলবো সেই আশায় ম্যামের ধৈর্য যখন শেষ হলো ততোদিনে আমাদের থার্ড ইয়ার চলে আসলো।এই ইয়ারে ম্যামের আর ক্লাস নেই এবং ম্যামেরও মাস ছয়েক পরে বিয়ে হয়ে গেলো।ম্যাম বুঝতে পারলো এটা সাজানো নাটক ছিলো। একটা বার আমাদেরকে সাইজের জন্যে সে মুখিয়ে ছিলো ।
হায় কপাল! থার্ড ইয়ার ফাইনালের প্রথম পরীক্ষাতেই ম্যামের গার্ড। গতবারের তেল এবছর জেল হয়ে গড়ালো।কোনোমতে সেই সাবজেক্টে ৪০ পেয়েছিলাম। কতটা ভয়ানক তিনি হতে পারেন তা সেদিন দেখিয়েছিলেন।আমি নিজেও পরীক্ষার হলে নাভিশ্বাস্বের উপক্রম।খন ম্যামের একটা মেয়ে হয়েছে খুব ফুটফুটে।দাওয়াত ছারাই আমরা পাঁচজন গিয়েছিলাম মেয়েটার জন্মদিনে।বিশাল একটা গিফট নিয়েছিলাম।ম্যামের মন ভরে গেছিলো।
ম্যাম এখন বুঝেছে আমরা বখাটেরাই তাকে প্রকৃত ভালোটা বেসেছিলাম।জাহাঙ্গীরনগর আসার পর ক্লাসের আর কেউ তার খোঁজ নেয়নি সে কথাতেই বোঝা গেলো মনের আকুতিটুকু।
বেচে থাকুক ম্যামের প্রতি ভালোবাসা।আজীবন, অনন্তকাল।


টিউশনি করতে গিয়ে কখনো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন?



                                      Love for mam 

 Someone who doesn't know the answer may not publicly report it in Quora. You can find interesting facts.When we were in Honors Second Year, a mum named Banalta (metaphorical name) came to campus for a part time. She was our senior for 7 years. She was first in Jahangirnagar University for three times and after moving to Jahangirnagar University for the sake of mastering us here.

Traditionally, some would write poems for him. During his class, he would show great care to the non-performing student of the class. He would not normally blink when he meant it. I must admit he loved the creature's eye-catching creature. He loved Mum so much that it became a fashion of class. Photo: Suppose this is a fantasy photo of Banalita. I did not publish his own photo in honor of it…

Unfortunately, I am the first class to get rid of the tragic people who repeatedly ask questions and whistle back and forth and laugh out loud. In the next class, Justin also casts out natural issues like coughing. The beeper then becomes a worry. In the third class too, only our department checks and finds out.

In the next class test he only gave us the guard and in that exam we did not get more than 1/4 (out of 20). The final exam in the salon makes us think - what if the exam gives the mum guard !!

Meanwhile, through a friend named BASIC (pseudonym), I find out that Mam Sabbir is the same batchmate of Math Teacher from Jahangirnagar with whom she had a breakup after a long love affair and Sabbir sir has just got married. This is the matter of class talk of the day the next day. Now mum just can't see us.

    If we find a suitable vessel for Madam and let her know it, then we can have a good relationship with her.

Though the idea is to like the five of us, the cat's throat will be stopped for one hour, as we have no vessel in our hands and the matter is completely based on lies. Three of us were ready to go in need and the other two assistants agreed to perform the role. Was as follows: -

One afternoon after lunch, we got madam alone and entered the two rooms and one at the door. The other two on the porch.

    Mum: What's the news? What do you want

    Me: Mum was a little talkative.

    Joy: Mum is looking for a daughter to marry us. A mature wife wants and we have sent your picture to her.

    Mam: (with a little interest) Tell me what!

    Me: Marine Engineer Mam. Batch of SSC212.

    Mam: How do you know he would like me?

    Joy: Mum, you don't believe in the kind of suite, the cutie.

    Mam: (shy eyes) God! What do you say (Pulling a chair in a joke) Although Marinato is not like me - -.

But we caught thousands of expressions of interest inside Madame Dislike.

We: Okay, ma'am, I'll tell my brother. Let's get out of here. If Mum wanted to meet, there could have been a bigger accident.

Our intention was to sympathize with him in the final of the year which he has tried his best. We have also tested the King's Hall.

When the test was done, we had Mam's words with us. The rest of us were amazed.

Our third year was over when Mum's patience ended with the hope that we would talk about remarriage. In that year, Mum no longer had classes and Mum was married a month later. One time he was facing us for size.

Oh my forehead! Mam's guard in the first test of the third year final. Last year, the oil was gelled this year. He showed me how terrible he could be. On my own, Naivasab's undertaking when he was put to the test. Mam had a girl with a lot of feet. At the invitation we went to the girl's birthday.

Mum now understands that we were really good at him. After coming to Jahangirnagar, no one else was looking for him in the class.

Love the living mum. Life, eternity.

Post a Comment

3 Comments