Official site: www.regun.online
জ্বলন্ত স্কুল
ছোট্ট হাতে ধরা বই পুড়ে ছাই হয়ে গেল।
“বাঁচাও, বাঁচাও!”
কণ্ঠে কাঁপা চিৎকার।
দেয়ালের ওপাশে বেঁচে থাকা একটা প্রজন্ম ডাকছিল।
Youtube www.youtube.com/@Regunonline
একজন শিক্ষক, ছেলেমেয়েদের পেছনে রেখে
শেষবার দৌড়েছিলেন আগুনের ভেতর।
নিজের জীবনটাকে বানিয়ে দিয়েছিলেন,
ছায়া আর বাঁচার ঢাল।
Instagram https://www.instagram.com/regunonline/
কেউ দৌড়ে এসে বলেছিল,
"Blood লাগবে ?"
সেই রক্তেই আজ ভিজে আছে মেঝে।
জ্বলছে শুধু স্কুল না
পুড়ছে মায়া, স্বপ্ন, ভালোবাসা আর আশা।
তারা সবাই বাঁচাতে এসেছিল
কারো বন্ধু, কারো ছেলে, কারো শিক্ষক হয়ে।
তাদের গল্প থেমে যায়নি ,
কেবল ছেঁড়ে গেছে কিছু পৃষ্ঠা।
যেদিন এই আগুন আর ছুঁবে না শিশুদের,
সেদিনই তাদের ত্যাগ পূর্ণ হবে।
© লিখা - রিগ্যান বৈদ্য
উৎসর্গ - মাইলস্টোন স্কুল & কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত নিহতদের স্মরণে
Thank you so much for click.
0 Comments