একটি প্রতিবাদি কবিতা - "আমিই প্রতিবাদ"

একটি প্রতিবাদি কবিতা - "আমিই প্রতিবাদ"

 একটি প্রতিবাদি কবিতা

 

 "আমিই প্রতিবাদ"

লিখা - রিগ্যান বৈদ্য

 আজ আমাদের অশ্রু উত্তপ্ত,
বাক স্বাধীনতা,অধিকার আদায়ে হয়েছি শক্ত।
এদেশ আমার তোমার সবার।
কোন সাহসে কে বা বলে দেশটি তাহার স্বামীর বা পিতার!
হয়তো তোমাদের আছে অস্ত্র হাতিয়ারের ঝুলি।
একটি ছোট বাসভবনে কতক্ষণ তুমি করবে বাহাদুরি?
সব অধিকারে, সব অন্যায় সব কিছুতে থাকো তুচ্ছ তাচ্ছিল্যে।
তবে হোক প্রতিবাদ রাজার বিরুদ্ধে।

উত্তর দে?
আর কত চলবে দমন নীতি ?
আর কত চলবে লাঞ্ছনার দাগ ?
আর কত লাশ লাগবে রাস্তায় ?
আর কত  মা-বাবা সন্তান হারায় ?

কবে বন্ধ হবে এ নির্যাতন!
কবে মুছবে এ জঘন্য অপরাধ !
কবে হবে অপরাধীর শাস্তি!
কবে পাবে এই দেশের মানুষ একটু স্বস্তি!

আমাদের কথা শুনে তুমি হাসো রাজা ?
সময় এসেছে বুঝিয়ে দেওয়ার কে'বা রাজা কে'বা প্রজা।

তাই হোক প্রতিবাদ জাগো ছাত্র থেকে নারী।

শেষ হোক অন্যায় ।
শেষ হোক অপবাদ ।
মৃত্যু আমার হবে একদিন ।
আমিই প্রতিবাদ ।

Post a Comment

0 Comments