মানবিক সংগটন " আমরা সবাই সনাতনী সংগঠন " এর ৫ম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

মানবিক সংগটন " আমরা সবাই সনাতনী সংগঠন " এর ৫ম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন

 নানা আয়োজনে " আমরা সবাই সনাতনী সংগটনে'র " প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

চট্রগ্রামের বিশিষ্ট মানবিক সংগটন আমরা সবাই সনাতনী সংগঠন এর ৫ম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন উপলক্ষে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা পাঠ, সম্মাননা স্মারক,  গ্রন্থ বিতরন ও ধর্মীয়  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ও.আর.  নিজাম রোডস্থ  গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে ।  আমরা সবাই সনাতনী সংগঠন এর সভাপতি শ্রী দুলাল শীলের সভাপতিত্বে
শুভ উদ্ভোধন করেন—  অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী, বিশিষ্ট ধর্মীয় বক্তা।
প্রধান অতিথির আসন অলংকৃত করেন গোল পাহাড় মহাশ্মশান কালীবাড়ির সাধারণ সম্পাদক  শ্রী কাজল কান্তি দেব। 


ধর্মীয় বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম মহানগর শারদাঞ্জলী ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি  শ্রী অজিত কুমার শীল।
প্রধান বক্তা ছিলেন শ্রী অজয় দে, বিশিষ্ট ধর্মতত্ত্ব ও আন্তর্জাতিক বক্তা।
বিশেষ  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী তিলক শীল সম্মানিত উপদেষ্টা আমরা সবাই সনাতনী সংগঠন,
আরো উপস্থিত ছিলেন শ্রী উত্তম কুমার চক্রবর্তী, বিশিষ্ট ধর্মীয় প্রবক্তা ও কবি।  শ্রী প্রসেনজিৎ  ধর রুবেল, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, সভাপতি চকরিয়া পৌরসভা,  শ্রী আনন্দ শীল, বিশিষ্ট গীতানুরাগী স্বধর্ম পরিপোষক। শ্রী জুয়েল আইচ অর্ক, পরিচালক সনাতন টিভি  বাংলাদেশ। উক্ত অনুষ্ঠানে
 স্বাগত বক্তব্য রাখেন  শ্রী সুজন শীল, অর্থ সম্পাদক, আমরা সবাই সনাতনী সংগটন
সংগটনের সাধারণ সম্পাদক  শ্রী অধির শীলের সঞ্চালনায় আগত অতিথিরা মূল্যবান আলোচনা করেন। সভায় সংগঠনের কার্যক্রম গুলো তুলে ধরা হয়। উক্ত সভায় আগত অতিথিরা আমরা সবাই সনাতনী সংগঠনের মানবিক কার্যক্রমে  ভুয়সী প্রশংসা করেন।  অনুষ্ঠানে আগত একজন দুঃস্থ রোগীকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করা হয়। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রী শিবু শীল, বাংলাদেশ শাখার বাবু দাশ ও সুমন দাশ সার্বিক সহযোগিতা করেন।  আগামীতে আমরা সবাই সনাতনী সংগঠন এর মহতী কার্যক্রম অব্যাহত থাকবে এই আশা করেন
এতে আমরা সবাই সনাতনী সংগঠনের সদস্য গণ উপস্থিত ছিলেন


Post a Comment

0 Comments