জীবনের সেরা শিক্ষাটি

জীবনের সেরা শিক্ষাটি

বস্তুত আমি নাস্তিক ঘরানার মানুষ ছিলাম।
গণজাগরণের সময় আমি শাহবাগ ধারণার সাথে একমত ছিলাম তাদের ধারণা ও আইডিওলজি দুটোর সাথেই।তখন টগবগে যৌবন চলছে আমার।মুসলিম, হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টানদের কানা মনে হতো।
বাকি বাঙালির মতো তখন এবং এখনো চাই দেশদ্রোহীর বিচার হোক।
আমার অনার্স থার্ড ইয়ারের শেষদিকে হলের রুমে বিকেল বেলায় তাবলীগের কিছু ছেলে আসতো ধর্মের ব্যাপারে কথা বলতে।আমি তাচ্ছিল্যভরে তাকাতাম আর স্বভাবতই অশ্রদ্ধা সহকারে হাতের সিগারেট না ফেলে জানালার দিকে তাকিয়ে টানতে থাকতাম। তাদের একজন আমার রুমমেটকে তালিম দিচ্ছিলেন যার মধ্যে হাদীসে কুদসী থেকে একটা লাইন বলেন---
"আল্লাহ বলেন,আমি মানুষের সাথে ঠিক ঐরূপ আচরণ করি,যেরূপ সে আমার প্রতি ধারণা পোষণ করে"
কথাটা আমার স্বাভাবিক লাগেনি কারণ আমার কিছু ইকুয়েশন আকস্মিকভাবে কথাটার সাথে যাচ্ছিলো।আমি তার কিছুদিন পর কৌতুহলবশত তাবলীগে যেতে চাই।ব্যাপারটা জানার পর আমার সব আস্তিক এবং নাস্তিক বন্ধুরা আগেরদিন সন্ধ্যায় আড্ডার মাঝে হাসাহাসি করছিলো।তাদের কাছে ব্যাপারটা -আলোকিত মানুষের অন্ধে ঝাপ দেওয়ার কাহিনী।সেদিন আমার এক বন্ধু গাজার একটা স্টিক ধরিয়ে দিয়েছিলো যা আমার জীবনের শেষ স্টিক ছিলো।
তারপরেও পরদিন সকালে রুমমেটসহ হলের আরও কিছু ছেলের সাথে তাবলীগে চলে যাই।
আমি ঐ তিনদিনে "মুন্তাখাব হাদীস" নামের প্রায় ১১০০ হাদীসের তাদের একটা বই পড়ে ফেলি।
হ্যা আমি মোটিভেটেড হই।
হ্যা আমি তার অস্তিত্ব খুজে পাওয়ার রাস্তা পাই।
হ্যা আমি বুঝতে পারি ধর্ম অন্ধ নয়।
হ্যা আমি বুঝতে পারি আমাকে সৃষ্টির রহস্য রয়েছে।
এরপর থেকে আজ অব্দি আমি আমার নাস্তিক জীবনের সব প্রশ্নের জবাব খুজতে থাকি।আমি এখন অব্দি ১১ টি মাদ্রাসায় আমার প্রশ্নের জবাব খুজেছি।৮০% পেয়েছি ২০% খুজছি।কখনো এক হুজুর যে উত্তর দিতে পারে নাই আরেক হুজুর পেরেছেন, আবার কখনো তারও ৪ মাস পরে ডেকে উত্তর দিয়েছেন ।নাস্তিকমূখী প্রশ্ন করায় শুরুতে কেউই আমাকে স্বাভাবিকভাবে নেননি।
দুটি জবাব এখনো পাইনি।তবুও বদ্ধমূল বিশ্বাস করতে শিখে গেছি, ১৯টি যুক্তিসহ উত্তর যখন পেয়েছি, এ দুটোও পাবো।
ধর্ম উত্তর জানেনা ব্যাপারটা আসলে তা নয়।আমরা যার কাছে উত্তর খুজি তার ধর্ম জ্ঞান কম বলে পুরো ধর্মটাকেই অজ্ঞ লাগে।
এটা আমার জীবনের সেরা শিক্ষা বলবোনা।এটা আমার টার্ন ওভার।
হয়তো আজো আমার সেসব বন্ধুরা গঞ্জিকার ধোয়ায় আমাকে খুজে পায়।
হয়তো আমার সেই বান্ধবী (সুজাতা) আজ শুধু সবচেয়ে সুখে আছে শুনেছিতো লাখপতি স্বামি তার।
হয়তো কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই তবে চাইছি আড্ডার সবাই যেখানেই থাকুক ভালো থাকুক।

Post a Comment

0 Comments