অমীমাংসিত একটি ফোন কল

অমীমাংসিত একটি ফোন কল


অণুগল্প: অমীমাংসিত একটি ফোন কল


হ্যালো!তোমার কী যেন একটা ইচ্ছা ছিল?
ছিল তো অনেক বটে।
প্রথম সারির যেটি আছে সেটি বলো।
বলছি তাহলে। শোন!
একদিন মেয়েরা ছেলেদের বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে আসবে।
এটি আবার কেমন ইচ্ছে!এই রকম হয় নাকি?
হয়নি। হবে। তোমাকে দিয়ে শুরু হোক।
তুমি পাগল হয়েছ! আমি কি ঘর জামাই হয়ে থাকবো?
তুমি কি ঘরের বাইরে থাকো। যদিও থেকে থাকো সমস্যা নেই, আমার ও ঘর আছে তুমি নিশ্চিন্তে থাকতে পারবে।
কি বলছো এইসব আবল তাবল!
এর পর দ্বিতীয় ইচ্ছা শোন।
তোমার ইচ্ছা তোমার কাছে রাখো।আমি রাখলাম।
এই শোনো!
হ্যালো...... হ্যালো.... হ্যালো

অণুগল্প: অমীমাংসিত একটি ফোন কল

Post a Comment

0 Comments