নকশা টির নাম কি!

নকশা টির নাম কি!





নকশা টির নাম কি!

তোমাকে আমি মেরে ফেলবো।
কেউ জানবে না।
এত সোজা নাকি!
খুব সোজা।
রাস্তায় তোমাকে কুপিয়ে দিব।
মাঝ রাস্তায় গাড়ি চাপা দিব।
কখনও না। লোকে বলবে,সি সি ক্যামেরা বলবে।
তুমি ঠিক ধরা পড়বে।
কে ধরবে আমাকে?
হা হা হা!
না আমি গাড়ি চালক।
না আমি নেশার ঘোরে মাদক সেবক।
তদন্ত হবে তুমি ধরা পড়বেই।
কাকে করবে তদন্ত!
হয় যদি বন্ধুক যুদ্ধ।
শিরোনাম এ দেখবে তুমি মাদক ব্যবসায়ী নিহত।
আমার জন্য হবে মানববন্ধন কর্মসূচি।
পারবে না করতে ইচ্ছা মত নিজ খুশি।
প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় আসবে তো তোমার মানববন্ধন!
সেটাও চলে আমার টাকায়।
সত্য কে মিথ্যা বলে গুজব রটায়।
তুমি হেরে গেলে।
দেশের আইন আদালত তোমাকে ঠিক জেলে আটক করে নিবে।
ফাঁসির দড়ি ঝুলবে তোমার গলায়।
তুমি দেখছি কিছুই জানো না।
জেলকে আমি রাখি এক পায়।
কাটবে দিন রং তামাশায়।
ওই তোমার ফাঁসির আইন, চলে আমার ইশারায়।
যুবক সমাজ আছে বেঁচে।
স্যোশাল মিডিয়ার জোরে, তুমি কাঁপবে ভয়ে।
শোন!বেশি করলে বাড়াবাড়ি।
ইস্যু হবে তাড়াতাড়ি।
কখনও বালিশ চুরি, কখনও ছেলে ধরা,কখন ও বা ধর্ষিতা এক নারী।
আমি সবই পারি।
কার আছে এত সময় ইস্যু নিয়ে করবে দৌড়াদৌড়ি?
হা হা হা!
তুমি আবার হেঁড়ে গেলে।
আমার কি কিছুই করার নেই!কি আমার অপরাধ?
তোমার অপরাধ তুমি ভুল দেশে জন্মেছো।
সত্যি আমাকে মেরে ফেলবে?
হাঁ! বললাম তো।
তোমাকে আমি মেরে ফেলবো।
কেউ জানবে না।

লিখা- রিগ্যান বৈদ্য(Regun Boidya)

Post a Comment

0 Comments