বাচ্চু

বাচ্চু

তোমার গান।
আমার মন কে দিয়েছে আনন্দ,
দুঃখে আমাকে দিয়েছে নোনা জল।

তোমার গান।
আমাকে ভাবিয়েছে প্রেম,
প্রেমিকার ছবি চোখে ভাসে অটল।

তোমার গান।
আমাকে দেয় সাহস,
ধরতে শিখিয়েছে বর্ণ লেখার কলম।

তোমার গান।
শিখিয়েছে মাতা পিতার সাথে ব্যবহার,
আমি ফিরে পাই বেঁচে থাকার নবজীবন।

হে কিংবদন্তী!
কে বলেছে!
তুমি নেই?
তুমি অমর।

তুমি আছো আমাদের অন্তরে।
আছো তুমি কোটি বাঙালির হৃদয়ে।

কারো ভাই হয়ে।
কারো বাবা হয়ে।
হয়ে কারে চাচ্চু।
তোমাকে চিনবে সবাই।
একটাই নামে।
আয়ুব বাচ্চু।
 লিখা- রিগ্যান বৈদ্য(Regun Boidya)