কিভাবে YouTube এবং অর্থ উপার্জন আয় করবেন?(How to earn monety from youtube)

কিভাবে YouTube এবং অর্থ উপার্জন আয় করবেন?(How to earn monety from youtube)

 Regun.Online
 ইউটিউব

ইউটিউব থেকে কি করে টাকা উপার্জন করবেন?
 আবারও স্বাগতম পাঠক বন্ধুরা।
আশা করি আপনারা সবাই নিজেদের একটি ইউটিউব চ্যানেল খুলে ফেলেছেন। যারা এখনো চ্যানেল খুলেননি এ লিংকে গিয়ে আগের পোস্টটি দেখতে পারেন ।

YouTube এ নিজের একটি চ্যানেল কি করে অ্যাকাউন্ট বানাবেন?

তাহলে শুরু করা যাক আজকের পোস্ট।আজকে আমরা জানবো ইউটিউব থেকে কিভাবে অর্থ উপার্জন করা যায়।যদি সহজে টাকা আয় করার পথ থাকে তাহলে সেটি হচ্ছে ইউটিউব। ইউটিউব থেকে টাকা উপার্জন করতে চান তাহলে ভিডিও আপলোড করতে হবে।আর আজকাল যুগে সবার কাছে ক্যামেরা স্মার্টফোন হাতের কাছে আছে। নিজস্ব ভিডিও আপলোড করে আপনি সহজেই ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারেন। শুরুতে কম উপার্জন হলেও পরে আপনার উপার্জন অনেকটা বেড়ে যাবে ।বর্তমানে লোকে লক্ষ লক্ষ টাকা ও ইউটিউব থেকে উপার্জন করছে। ইউটিউব অ্যাড দেখিয়ে আমাদেরকে অর্থ উপার্জনের সুযোগ করে দে।
তো দেখি আমরা আজকে কয়টি উপায়ে ইউটিউব থেকে অর্থ উপার্জন করা যায়।

মূলত ৩টি উপায়ে ইউটিউব থেকে আয় করা যায়।

YouTube Ad

প্রথমেই আপনার চ্যানেলটিকে মনেটাইজেশন Monetization অন করতে হবে অর্থাৎ ইউটিউব আপনার ভিডিওতে যে এডগুলো দিবে সেগুলো কি বলা হয় মনেটাইজেশন।এটি চালু হওয়ার পর আপনার চ্যানেলের যে ভিডিও গুলো আছে কেউ যদি আপনার চ্যানেলের ভিডিওটি প্লে করে তাহলে ইউটিউব তাদের অ্যাড গুলো আপনার চ্যানেলে দেখাবে এবং এর পরিবর্তে আপনি এখান থেকে অর্থ পাবেন ।যত বেশি আপনার চ্যানেলের ভিডিও ভিউ হবে ততো বেশি অ্যাড দেখাবে ইউটিউব ।ফলে আপনার অর্থোপার্জন ও বেড়ে যাবে ।একেক দেশে একেক এড এর মূল্য হয়ে থাকে যদিও বা ইউ এস এ থেকে যদি ভিডিও ক্লিক করে তাহলে অর্থোপার্জন বেশি হয়ে থাকে।

Affiliate Marketing

দ্বিতীয় মাধ্যমটি হলো অ্যাফিলিয়েট মার্কেটিং।যেটি আমরা অনেকে জানি অনেকেই জানিনা। সহজ করে বললে আপনি যদি আপনার বন্ধুকে বাজারে কোন প্রোডাক্ট সম্পর্কে বলেন এবং ওই বন্ধু যদি সেখান থেকে গিয়ে কিনে এবং এর বিপরীতে যদি আপনি কিছু টাকা পান তাহলে কেমন হয়,অবশ্য ভালো হয় ।কিন্তু আমরা যদি বাস্তবে কাউকে প্রোডাক্টের কথা বলি সে সরাসরি দোকানে গিয়ে কিনে যার বিপরীতে আপনি আমি কিছুই পায় না ।যদি ইউটিউবে আমরা ওই প্রোডাক্ট এর ভিডিও করে এবং কোন শপ থেকে কিনবে যদি সেটি ডেসক্রিপশন লিংক Description এ কোনো প্রোডাক্টের Affiliate Link প্রদান করা হয়।দিয়ে বলে দি এবং আপনার কোন বন্ধু অথবা পৃথিবীর যে কোন মানুষ লিঙ্ক ক্লিক করে যদি প্রোডাক্ট ক্রয় করে তাহলে আপনি কিছু কমিশন অর্থাৎ কিছু অর্থ পাবেন। এটি সাধারণত ৫ থেকে ১০শতাংশ ৫-১০% হয়ে থাকে, অনেক সময় আরো বেশি হয়ে থাকে।এ Affiliate Link এ কেউ ক্লিক করে যদি ঔ নির্দিষ্ট প্রোডাক্টটি ক্রয় করে তাহলে আপনাকে ঔ পণ্যের মূল্যের উপর ৫%-১০% কমিশন প্রদান করা হবে।

Sponsored Video

তৃতীয় মাধ্যম অর্থাৎ শেষ মাধ্যম যেটি সেটি কে বলা হয় এর স্পন্সর ভিডিও।YouTube Ad ও Affiliate Link হতে যে পরিমাণ আয় করা সম্ভব তার থেকেও বেশি আয় করা সম্ভব শুধুমাত্র Sponsored Video পাবলিশ করে।কোন কোম্পানি অথবা কোন শপের মালিক অথবা যে কেউ আপনাকে যদি অফার করে আপনি আমাদের প্রোডাক্ট এর একটি ভিডিও করুন,আমরা আপনাকে এর বিনিময়ে কিছু অর্থ দিব এটিকে বলা হয় স্পনসর ভিডিও Sponsored Video।সেটা হতে পারে একটি মোবাইলে,টিভি,ফ্রিজ অথবা যে কোন বস্তু বা খাবার ইত্যাদি । এ ক্ষেত্রে আপনাকে প্রোডাক্ট এর মালিক অর্থ প্রদান করে থাকে। বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্ট বা সেবার বিক্রয় বৃদ্ধির জন্য আপনার চ্যানেলে প্রোডাক্ট বা সেবাটির Sponsored Video করার জন্য যোগাযোগ করবে তাই আপনি এই প্রোডাক্ট এর গুনাবলী ভালো খারাপ দিকগুলি নিয়ে ভিডিও করতে পারেন এবং আপনাকে ঐ প্রোডাক্ট বা সেবার ও উপকারিতা তুলে ধরে একটি ভিডিও তৈরি করে তা ইউটিউবে পাবলিশ করে ভিউয়াররা ঐ প্রোডাক্ট বা সেবাটি ক্রয়ে উদ্বুদ্ধ করতে হবে।এর বিনিময়ে কোম্পানি প্রতি মাসে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করবে।
Sponsored Video পাবলিশিং এর ক্ষেত্রে একটি প্রধান বিষয় হল আপনার ইউটিউব চ্যানেলটি অবশ্যই জনপ্রিয় হতে হবে এবং আপানার চ্যানেলে ভিডিওগুলো খুব বেশি পরিমাণে ভিউ হতে হবে। তবেই আপনি Sponsored Video আপলোড করতে পারবেন।
আশা করি পোস্টটি আপনাদের সবার ভালো লেগেছে ।সবার জন্য শুভকামনা রইল।
 সাথে থাকুন
 Facebook 
 youtube  
instagram 
 twitter