YouTube এ নিজের একটি চ্যানেল কি করে অ্যাকাউন্ট বানাবেন?(How to create youtube channel)

YouTube এ নিজের একটি চ্যানেল কি করে অ্যাকাউন্ট বানাবেন?(How to create youtube channel)


Regun.Online
 ইউটিউব

 কি করে ইউটিউবে অ্যাকাউন্ট খুলব?

স্বাগতম পাঠক বন্ধুরা।
আশা করি সবাই ভাল আছেন।
আজ আমরা জানবো কিভাবে একটি ইউটিউব একাউন্ট খোলা যায়।
একাউন্ট খুলতে আমাদের দরকার একটি জিমেইল অ্যাকাউন্ট,নিজের সঠিক নাম,বয়স এবং নিজস্ব ফোন নাম্বার।যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনিজিমেইল এর ওয়েবসাইটে”  এখানে গিয়ে নিজের একাউন্টে বানিয়ে নিন।এই অ্যাকাউন্টটি সফট্ওয়ারে লগইন করে YouTube ইউটিউবে লগইন করুন। আপনি ইউটিউবে লগইন করার পর দেখতে পাবেন ডান দিকে পাশে উপরে একটি ছোট আইকনের“icon এর লোগো” সেটিতে আপনি ক্লিক করুন।আই কোনটি ক্লিক করার পর আপনার সামনে ছোট একটি মেনু আসবে। সেটিতে আপনার নামে ও ক্রিয়েটর স্টুডিও  “creator studio” বলে একটি অপশন দেখবেন।আপনি নিজের ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ড টিYouTube channel dashboard দেখতে পাবেন এছাড়াও এখানে আপনি উপরে নিজের চ্যানেলের নাম এবং চ্যানেলের এর সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের ক্যাটাগরি পেয়ে যাবেন।এখন যে প্রথম কাজটি আপনাকে চ্যানেল চালু করার জন্য করতে হবে সে কাজটি হলো ইউটিউব“Verify YouTube channel” ভেরিফাই করা অর্থাৎ আপনার বেরি ভাই ইউটিউব চ্যানেলটি প্রস্তুত করা আপনি যদি টাকা আয় করতে চান অবশ্যই আপনাকে ইউটিউব চ্যানেল টি ভেরিফাই করতে হবে। ইউটিউব চ্যানেল টি ভেরিফাই করার জন্য আপনি এখন চ্যানেল ড্যাশ বোর্ডে
Channel dashboard গিয়ে বামদিকে থাকা অপশন গুলো থেকে চ্যানেলে“Channel” ক্লিক করুন।চ্যানেলে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন উপরে একটি ভেরিফাই“Verify” লিঙ্ক চলে এসেছে। আপনি ওই লিংকটিতে ক্লিক করে নিজস্ব আপনার মোবাইল নাম্বারটি দিয়ে ভেরিফাই করিয়ে নিন।এরপর আপনার তৈরীকৃত নিজস্ব ভিডিও আপনি নিজের চ্যানেলে আপলোড করতে পারবেন এর সাথে ভিডিওতে এড অর্থাৎ ভিডিও দেখিয়ে টাকা আয় করা যাবে।আপনি যদি আরও অধিক নামের নতুন চ্যানেল বানাতে চান তাহলে ইউটিউব এ লগইন করুন।উপরের ডান দিকে প্রোফাইল আইকনে ক্লিক করুন

 দেখবেন স্টুডিও অপশন creator studio অপশনের শেষে “Gear icon”গিয়ার আইকন রয়েছে ওই টি তে ক্লিক করুন।এতে ইউটিউব Settings page খুলে যাবে যেখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ ইউটিউব চ্যানেল অপশনটি “Create a new YouTube channel” অপশনটি পাবেন।
এখন নিউ ইউটিউব চ্যানেল লিংকটিতে ক্লিক করে নিজের পছন্দ মত সুন্দর একটি নাম দিয়ে আপনার চ্যানেলটি বানিয়ে নিন “Create a new YouTube channel” লিংক টিতে ক্লিক করে নিজের মনমতো নাম দিয়ে একটি YouTube চ্যানেল বানিয়ে নিন।চ্যানেলের জন্য একটি ভালো প্রোফাইল পিকচার এবং খুব সুন্দর ডিজাইন করা একটি কভার ফটো আপলোড করুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে  পোস্টটি পড়ার জন্য।
 সাথে থাকুন
 Facebook 
 youtube  
instagram 
 twitter