নিঃসঙ্গ আঠারো

নিঃসঙ্গ আঠারো

http://www.regun.online/

নিঃসঙ্গ আঠারো

লাখো টাকার শিল্পী তুমি, কণ্ঠে অধিকার আদায় গান উঠলো না।
তোমার লিখা পড়ে সাহস পেতাম কবি, ক্রান্তিকালে তোমার কলম চললো না।
ভাবতাম তুমি শক্তিশালী, টিভির পর্দায় মারামারি।
বিপদে একটুখানি হিরোগিরি করলে না।
মানবতার সর্দার তুমি, তোমার কথায় ভীত নগরী।
নিরস্ত্রের পাশে দাঁড়ালে না।
শুনেছি অনেক ডাকনাম, হাতে থাকে নানান কামান।
অস্ত্র তোমার চলে না।
বন্ধু আমার নিবেদিত প্রাণ, সকাল-বিকাল
আড্ডা গান।
ক্ষমতার ভয়ে, অন্ধ লোভে কাঁধে হাত রাখা তার হলো না।
পরিবার-প্রতিবেশী, আত্মীয় স্বজন চিন্তায় মগ্ন সারাক্ষন।
কবে আমি বলে দিবো,এই সমাজে থাকবো না।
 লিখা- রিগ্যান বৈদ্য(Regun Boidya)