পুনরাবৃত্তি

পুনরাবৃত্তি


 পুনরাবৃত্তি

তুমি আমাকে ইতিহাস শোনাচ্ছো!
আমি ইতিহাস দেখছি।
সেই লাঠিচার্জ!
বেয়োনাটের মার!
টিয়ারশেল এর আওয়াজ।
হায়েনার হাতে মুষ্টিবদ্ধ ছাত্রের শার্ট।

তুমি আমাকে গল্প শোনাও!
আমি বাস্তবে দেখছি।
তরুণদের বজ্র কন্ঠ

অন‍্যায়-অবিচারের বিরুদ্ধে সম্মিলিত হাত।
 

তুমি আমাকে ভয় দেখাও!
আমি ভয়কে জাদুঘরে রেখেছি।
হবে আমার হয়তো কারাগার
। 
নয়তো মৃত্যু।
মনে রেখো! 

ইতিহাস সবসময় সত‍্য।
 লিখা- রিগ্যান বৈদ্য(Regun Boidya)