চলুন জানি BitCoin কি? কিভাবে আয় করবো?(How to earn BitCoin!)

চলুন জানি BitCoin কি? কিভাবে আয় করবো?(How to earn BitCoin!)

Regun.online
BitCoin
BitCoin Regun.online
স্বাগতম আবারও বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন।আজ আমরা জানবো আসলে বিটকয়েন কি?এবং সেটা কিভাবে আয় করা যায়?
আমরা সবাই কম বেশি বিটকয়েন নামটি শুনেছি এবং অনেকেই পরিচিত। শুরুর দিকে সবাই বিট লবণ এর সাথে পরিচিত থাকলেও বিট কয়েন এর সাথে পরিচিত নয়।চলুন শুরু করি বিটকয়েন সম্পর্কে বিস্তারিত। আমরা যেভাবে টাকা দিয়ে বা ডলার দিয়ে যে কোন জিনিস ক্রয় বিক্রয় করি সে ভাবে এটি দিয়ে ও সব করা যায়। এটি এক ধরনের মুদ্রা যেটি ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না ।ইন্টারনেট এর মধ্যে একজনের সাথে অন্যজন লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা বলা হয় ।2008 সালে সাতোশি নাকামোতো এই মুদ্রা ব্যবস্থার প্রচলন শুরু হয়ে থাকে ।এই ব্যক্তি নামে মুদ্রা ব্যবস্থা শুরু হয় এবং peer-to-peer লেনদেন নামে পরিচিত ।বিটকয়েন কোথাও পাওয়া যায় না। যেহেতু এটি কোন ব্যাংক পাওয়া যায় না এটি অটোমেটিক তৈরি হয়। একটি মাই়নারের মাধ্যমে এবং এটি একটি সার্ভার দ্বারা। সোজা কথায় বলতে গেলে আমরা যেভাবে চাল থেকে আটা ময়দা বিভিন্ন নাস্তা তৈরি করে থাকি এটি ভাবে বিটকয়েন মাইনার দ্বারা তৈরি করা হয়ে থাকে ।এখন যদি বলা হয়ে থাকে এ বিটকয়েন টি কত পর্যন্ত তৈরি হবে বা এর পরে কি হবে? আর এর দাম এবার কত? বিটকয়েন যদি 21 মিলিয়ন তৈরি হয়ে যায় তাহলে আর নতুন করে বিটকয়েন তৈরি হবে না অর্থাৎ 2140 সাল পর্যন্ত 21 মিলিয়ন বিটকয়েন তৈরি হবে ওই রকম একটি পরিকল্পনা দেখা যায় ।1 বিটকয়েন সমান কত ডলার 1 বিটকয়েন সমান বর্তমানে চলছে নয় হাজার ডলার যদি বিশ্বাস না হয় তাকে আপনি এই লিংকে ঢুকে আজকের এটি দাম দেখে নিতে পারেন।সমস্যা হলে নিচের ছবির মত করূন।
লিঙ্ক

তাহলে আর দেরি না করে দেখি আমরা কিভাবে বিটকয়েন আয় করতে পারি। আমরা যেভাবে আমাদের টাকা গুলা মানিব্যাগ কিংবা ব্যাংকে রাখি সেম ভাবে আমাদের বিটকয়েন টি রাখার জন্য আমাদের একটি ওয়ালেট দরকার হবে যেটির নাম হচ্ছে ভার্চুয়াল ওয়ালেট।
প্রথমে এই লিঙ্কে যান। লিঙ্ক
লিংকটিতে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এটি একটি কয়েনবেস ওয়েবসাইট। সেখানে আপনি সাইন আপ করুন ।সাইন আপ এ ক্লিক করে আপনার ইমেইল এবং আপনার পাসওয়ার্ড,আপনার প্রথম নাম শেষ নাম দিন। যদি আপনি একক ব্যক্তির জন্য অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইন্ডিভিজুয়াল দিয়ে করবেন আর যদি আপনি একটা প্রতিষ্ঠানের জন্য করতে চান তাহলে বিজনেস দিয়ে অবশ্যই একাউন্ট ক্রিয়েট করবেন। এরপর সবগুলো হয়ে গেলে ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করুন। এরপর আপনার ইমেইলে একটি নোটিফিকেশন যাবে সেটি কনফার্ম করে নিন। এরপর আপনাকে একটি ইমেইল এর মাধ্যমে বিটকয়েন এড্রেস দিয়ে দিবে সেই বিটকয়েন এড্রেস দিয়ে আপনি লেনদেন করতে পারবেন। আপনার ওয়ালেট যেখানে আপনি বিটকয়েন জমা রাখবেন এবং খরচ করবেন অথবা বিটকয়েন গুলো বিক্রি করতে পারবেন।তাহলে এবার দেখব আমরা কিভাবে বিটকয়েন গুলো কোন কোন সাইট থেকে আমরা আর্ন করতে পারি।
১। প্রথম পদ্ধতি
প্রথমে এই লিঙ্কে যান= বিটকয়েন । ওয়েব সাইটে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন সাইন ইন সাইন আপ লিখা আছে। তো আপনি সাইন আপ এ ক্লিক করুন  ক্লিক করে আপনার মেইল দিন আপনার ইচ্ছা মত একটি পাসওয়ার্ড দিন। এরপর আপনাকে কয়েনবেস থেকে যে বিটকয়েন এড্রেস টি দেয়া হয়েছে সেটি এখানে দিয়ে দিন।এরপর আপনার ইমেইলে যদি কনফার্ম মেইল পাঠায় তাহলে সেটি কনফার্ম করে নিন আর যদি না পাই তাহলে সমস্যা নেই ।তবে একটি কথা আপনার ইমেইলটি অবশ্যই সক্রিয় থাকতে হবে কারণ আপনার বিটকয়েনের বিভিন্ন নিউজ আপডেট আপনার মেইলে সেন্ড করা হবে। এরপর আপনি দেখতে পাবেন সাইটে সাইন আপ করার পর একটি টাইম কাউন্ট হচ্ছে সেকেন্ড কাউন্ট হচ্ছে অর্থাৎ আপনি প্রতি এক ঘন্টায় কিছু বিটকয়েন আর্ন করতে পারবেন। যেটির নাম হচ্ছে ফ্রী প্লে ।তো এখানে আপনি নিচে গিয়ে দেখবেন একটি খালি বক্স রয়েছে ওই খালি বক্সে ক্লিক করুন যদি ক্যাপচা আসে ক্যাপচা গুলো ঠিক করে দিন ।ক্যাপচা বলতে অনেক সময় ছবি আসতে পারে অনেক সময় বিভিন্ন গণিত আসতে পারে অনেক সময় কিছু আসবে না ঠিকঠাকভাবে ক্যাপচা হয়ে গেলে আপনাকে একটা রাইট চিহ্ন দেখাবে এবং রোল ক্লিক করুন রোল ক্লিক করলে দেখবেন আপনার বিটকয়েন আয় হয়েছে।

২। দ্বিতীয় পদ্ধতি
আপনার অর্জিত বিটকয়েন গুলো উপরে অ্যাড্রেস বারের নিচে ডান পাশে দেখতে পারবেন স্ট্যাটাস নামে লিখা আছে 0.02 বিটিসি।এবার দেখব আপনার অর্জিত বিটকয়েন গুলো আপনি কিভাবে কয়েনবেস এ নিয়ে আসতে পারেন। আপনি যখন আপনার প্রোফাইলে ক্লিক করবেন সেখানে দেখতে পাবেন withdraw নামে একটা অপশন রয়েছে।সেটি ক্লিক করলে আপনি দেখতে পারবেন অটো,স্লো,ইনস্ট্যান্ট তিনটি অপশন আছে। অটো আপনাকে প্রতি সপ্তাহে রোববারে আপনাকে আপনার অর্জিত বিটকয়েন গুলো আপনার ওয়ালেট সেন্ট করে দিবে। অটোমেটিক যেটি জন্য আপনাকে হতে হবে 30 হাজার বি টি সি ।এরপর স্লো যেটি আপনার 6 থেকে 24 ঘণ্টার মধ্যে আপনাকে পেমেন্ট করে দিবে অর্থাৎ আপনার যদি বিটকয়েন লাগে তাহলে আপনার নিতে পারবে না সেটি সময় নিবে 6 থেকে 24 ঘণ্টা।এরপর হচ্ছে ইনস্ট্যান্ট অর্থ তৎক্ষণাৎ যদি আপনার বিট কয়েন লাগে তাহলে আপনাকে 15 মিনিটের মধ্যে আপনার ওয়ালেটে বিটকয়েন সেন্ট করে দিবে ।আবার বলছি আপনি মূলত কয়েনবেস থেকেই আপনার বিটকয়েন গুলো সেল করতে পারবেন অর্থ লেনদেন আদান-প্রদান করতে পারবেন ।এই সাইট থেকে শুধু বিটকয়েন আর্ন করতে পারবেন। এরপর যদি আপনি অটো এর মাধ্যমে বিট করে নিন তাহলে আপনাকে 360 বিভিন্ন ফি দিতে হবে। যদি স্লো মাধ্যমে নিতে চান তাহলে শেখার 360 বিটিসি ফি দিতে হবে এবং যদি ইনস্ট্যান্ট নিতে চান তাহলে আপনাকে 1530 বিটিসি দিতে হবে। এখানে বিটিসি বলতে মূলত সাতোশি কে  বুঝিয়েছে।
এরকম বিটকয়েন আর্ন করার জন্য আরো সাইট দেখুন

আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে ।সবার জন্য শুভকামনা রইল ।
সাথে থাকুন।

 Facebook 
 youtube  
instagram 
 twitter