"প্রলাপ"

"প্রলাপ"

   
"প্রলাপ"


একটি কবিতা লিখা দরকার।
কে আবৃত্তি করে শোনাবে?
একটা গল্প লিখা দরকার।
কে হবে গল্পের নায়িকা?
একটা গান গাওয়া দরকার।
কে শুনবে?

না'না"
কেউ নেই।
কেউ আজ আগ্রহ নিয়ে আসবে না।
ওলট পালট কথা শোনার।
কতজন পাশ কাঁটিয়ে চলে গেল।
কেউ শুনলো না।
ডাক আমার।

শুনবেই কি করে!
তারা আমাকে এক ঘরা করে দিয়েছে।
সে কি এক আয়োজন!
মাটি দিয়ে চাপা।
বাঁশের বেড়া দিয়ে সীমানা।
তারপর ও তাঁদের শখ মিঠলো না।

কাঁটা গাছ দিয়ে দিল।
যাতে পালিয়ে যেতে না পারি।
এইখানে কাগজ নেই,কলম নেই,আলো নেই।
শুধু অন্ধকারে করি ঘোরাঘুরি।

তবু আমার ইচ্ছা হয় কবিতা লিখার।
গল্প লিখার।
মধ্যরাত্তী চাঁদ দেখার।

কেউ একদিন আমার ডাক শুনতে পাবে।
তোমায় আমন্রণ!
আমার সীমানায়।
দুঃখিত নিমন্রণ করতে না পারায়।
আসার সময় বাতি নিয়ে আসবে।
কি!
পারবে তো?
রইলাম অপেহ্মায়।
 লিখা- রিগ্যান বৈদ্য(Regun Boidya)