কৃত্রিম মানুষ

কৃত্রিম মানুষ


কৃত্রিম মানুষ

মানুষ আর মানুষে নেই।
ভেদাভেদ তাদের দান।
জাতিভেদে মানুষ হল হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রিষ্টান।

আরো আছে বর্ণের ভেদ।
কেউ কালো বা সাদা।
"সবার উপর মানুষ সত্য"
কে বলেছে!
কী আসে যায়।
ভুলে গিয়েছে আজকের মানবতা।

অর্থ ও আছেরে ভেদ।
ধনী ও দরিদ্র।
এখন আর হয়না মানুষ ঐক্যবদ্ধ।

মর্যাদায় হয়েছে ভেদ।
উঁচু,নিচু বংশ।
মর্ষাদা তারাই গড়ে।
তারাই ভাঙ্গে।
তারাই হচ্ছে ধ্বংস।

আভিজাত্যে হয়েছে ভেদ।
দেখি কত রম্য।
আচার-আচরণ হারিয়ে গিয়ে জম্নাচ্ছে পশুত্ব।
লিখা- রিগ্যান বৈদ্য(Regun Boidya)