নারী

নারী

নারী



ওহে!
সুখী মনুষ্য জাতি!
আমার থেকে তোমার সৃষ্টি।
আমি প্রথম।
আমি আদিম।
আমিই বিদ্রোহিনী এই ধরায়।

আমাকে দেখেই জেনেছ মানুষ সৃষ্টির রহস্য।
আমার মাঝে তোমার প্রাণ,
আমিই প্রথম তোমার খাদ্যদাতা।
আমার দ্বারা শুরু তোমার বড় হওয়া,
আমিই ছিলাম তোমার বিধাতা।

ছিলাম আমি।
তোমার কষ্টে,
ছিলাম তোমার হাসি কান্নায়,
আমিই ছিলাম।
তোমার জ্ঞানবৃক্ষ।
আমি ছিলাম।
শিশু কালে তোমার পুতুল খেলায়,
ছিলাম।
দুঃসময়ে কিশোর বেলায়।

আমি তোমার মাতা।
কখনো তোমার বউ বা বোন।
কখনো বা তোমার বন্ধু আমি।
যত বাঁধা-বিপত্তি আসুক।
আমরাই সামলে নিতে পারি।
চিত্কার করে বলি।
কান পেতে শোন।
"আমি নারী,আমিই নারী,আমরাই নারী"
লিখা- রিগ্যান বৈদ্য(Regun Boidya)