আসবে না!

আসবে না!


আসবে না!


এই এক কেমন হৃদয়ের তৃষ্ণা।
না চেয়ে ও খুঁজে বেড়ায়।
কাল সেখানে আলো-আঁধারের খেলা ছিল,
কতবার এসেছিলে কল্পনায়! 

একলা পথিক আমি
হেঁটেছি মিলিয়ে অনেক ছন্দ।
মন চাইছে কেড়ে নিক
কেউ পাশে খালি থাকা জায়গাটুকু
হোক না কিছু কূনসিটী
অথবা দন্ধ।

এই জীবন!
এই মন সকল তোমার।
বলো কবে হবে দেখা!
চিরদিন রবে আমার।

খুঁজেছি তোমায়! 
শীতের সকালে চায়ের কাপের ধোঁয়ার।
খুঁজেছি তোমায়!
প্রচন্ড রোদ্রে ঠাঁই হবে বলে একটুখানি ছাতায়। 
খুঁজেছি তোমায়! 
বর্ষার কোন এক সন্ধ্যায়।
খুঁজেছি শাড়ি পড়া এক প্রেয়সীকে বাঙ্গালি মেলায়।
আসলেনা!
আসোনি তুমি।
আসলে নাতো!
লিখা- রিগ্যান বৈদ্য(Regun Boidya)