বৃষ্টির দিন

বৃষ্টির দিন


বৃষ্টির দিন


শীতল হাওয়ায়।
ভারী বর্ষণের ক্ষুদ্র কণার স্পর্শে।
এলোরে আজি এ প্রভাত।
চঞ্চল বালিকা মেতে উঠেছে ভিজবে বলে।
মা করে আঘাত।

দূর ঐ কোণে দাঁড়িয়ে লোকজন কাঁপে ঠক ঠক।
চায়ের পেয়ালায়, সিগারেটের ধোঁয়ায় জমল আসর।
শিশু থেকে বৃদ্ধ করে বক বক।

ঘরে ঘরে আজ রান্না চলুক তর্তা,শুটকি,খিঁচুড়ি।
দুষ্ট ছেলে মেয়ের দল পাড়ায় পাড়ায় করে আম চুরি।

এমন বর্ষায়
কিশোর কিশোরীর তাহারেই পড়ে মনে।
জানালার পাশে।
রেলিং এ আনমনে দাঁড়িয়ে মায়ের বকুনি খেয়ে হাসে।

এমন দিনে চারদিক।
পানি করে থৈ থৈ।
উলঙ্গ শিশু ধরছে মাছ।
মাগুর,পুঁটি,চিংড়ি,কৈ।
লিখা- রিগ্যান বৈদ্য(Regun Boidya)