শীত

শীত



শীত


হেমন্তের পর শীত এলোরে,
প্রকৃতিতে বয়ে গেলো রিক্ততার ঘ্রাণ। 
বন-বনানীর গাছ ঝরা পাতায়
বেজে উঠল। 
বিষাদময় অদৃশ্য কান্নার গান।
শিশিরবেজা সকালটা সেজেছে এক নিদারুণ। 
কনকনে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস। 
সত্যিই নিষ্টুর।
 
আজ হবে কুহু তান।  
আম্রমুকুলের গন্ধ। 
দক্ষিণের হাওয়া। 
সারাদিন চিত্‍কার করুক। 
কালো কোকিল বেসুরায় গান গাওয়া।

একূল ওকূল দুকূল ভরে উঠুক সরষের ঢেউ। 
ফুলের বাগানে দেখা দেয়। 
গাঁদা,ডালিয়া,রজনীগন্ধা আনমনে ঘুরে বেড়ায় কেউ।
হাটবাজারে শুরু হোক শাক সবজির মেলা। 
পিঠা পুলি নিয়ে হবে রস চুরির খেলা।
 
কে শহুরে!
কে গ্রামীনে!
কি আসে যায় তাতে।  
জেগে উঠো!জেগে উঠো মানব!
কুয়াশা আবৃত প্রকৃতি দেখোরে।
শীতের শীতল স্পর্শ ছুঁয়ে যাক সবার হৃদয়
জেগে উঠুক উষ্ণতার মিছিল।
 লিখা- রিগ্যান বৈদ্য(Regun Boidya)