মধু মাস

মধু মাস


মধু মাস

গ্রীষ্মে তোরা গরমকে করিসনে ভয়।
উষ্ণ দিনে
মধু মাসের বৈশাখ জ্যোষ্টের জম্ম হয়।
এমন দিনে তাকিয়ে দেখ।
কত ফলের বহরা।
কিনছে সবাই।
খাচ্ছে সবাই।
চারদিকে বয়ে যায় সুগন্ধের মেলা।

রৌদ্রতাপে বাজবে আজ।
ভাড়া নিয়ে যাত্রী-চালকের দন্ধ।
ছেলে-মেয়ে বেজায় খুশি।
বিদ্যালয় তাদের বন্ধ।
প্রত্যেক মানুষের গলা শুকিয়ে হলো কাঠ।
ধনী-গরীবের ভিড় ধরেছে বেল শরবতের।
নাই কোন ভেদাভেদ।

মাঝ দুপুরে।
দুরন্ত কিশোরী হেঁটে যায় ছাতা মাথায় দিয়ে।
দামাল ছেলেরা বলের পিছু ছুটছে পড়ন্ত বিকালে।
সূর্য মামা শীতল হবে।
তোরা থাকিস না চিন্তায়।

উপরে তাকিয়ে দেখ।
রাতের আকাশ হলো মেঘলাময়।
আসছে -আসছে।
কে সে!
ধেঁয়ে আসছে লাগে ভয়।
ঈশ্বর!
আমার জম্ম-মৃত্যু বার বার যেন এই মধু মাসে হয়।
লিখা- রিগ্যান বৈদ্য(Regun Boidya)